সাতক্ষীরা আশাশুনিতে ফাঁকা বাড়ি থেকে অস্ত্র-কার্তুজ ও নগদ টাকা লুট

আরো পড়ুন

সাতক্ষীরার û আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে একটি বাড়ি থেকে লাইসেন্সকৃত একনলা বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য কলেজশিক্ষক তৌহিদুর রহমান জানান, তার ছোট ভাইয়ের মেয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পরিবারের সবাই চিকিৎসার জন্য বাইরে ছিলেন। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে ভোররাতে চোরেরা বারান্দার গ্রিল ও ঘরের দরজার হ্যাজবল্ট কেটে ভেতরে প্রবেশ করে। ঘরের আলমারিতে থাকা বাবার লাইসেন্সপ্রাপ্ত একনলা বন্দুক, কার্তুজ, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র তারা নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই তিনি আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের ধারণা, বাড়িটি কিছুটা নির্জন এলাকায় অবস্থিত হওয়ায় চোরেরা পূর্ব পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে। ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি  হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ