সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি।
শনিবার (২৮ জুন) জারি করা ওই নোটিশে বলা হয়, সাত্তার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নির্ধারণের আগে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
তাকে জেলা বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে হাজির হয়ে জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নোটিশে স্বাক্ষর করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

