জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১ জুলাই দেশব্যাপী প্রতিটি শাখায় দোয়ার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে, যেখানে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণ করা হবে।
এরপর ২ থেকে ৪ জুলাই পর্যন্ত সারা দেশে দরিদ্র, অসহায়, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। ৮ থেকে ১৫ জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন জামায়াত নেতৃবৃন্দ।
১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে জাতীয় সমাবেশ। সেখানে জামায়াত ঘোষিত ৭ দফা দাবির পক্ষে বিভিন্ন রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে বড় পরিসরের কর্মসূচি পালিত হবে। ওই দিন শহীদ পরিবারগুলোর আয়োজনে একটি বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবেন জামায়াত আমির।
২০ থেকে ২৪ জুলাই গণ-আকাঙ্ক্ষা ও গণ-অভ্যুত্থানের লক্ষ্যে সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। ২৫ থেকে ২৮ জুলাই চলবে ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৯ ও ৩০ জুলাই জামায়াতের নারী ও ছাত্র সংগঠনের উদ্যোগে সারা দেশে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১ আগস্ট শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সেমিনারে ১০ খণ্ডে প্রকাশিত স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। এরপর ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত ছাত্র সংগঠনের ব্যবস্থাপনায় আলোকচিত্র প্রদর্শনী চলবে।
৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি বিভাগ, জেলা ও মহানগরে গণমিছিল করবে জামায়াত। একই সঙ্গে দলটির নেতারা জাতীয় ও স্থানীয় কর্মসূচিতেও অংশ নেবেন।
শেষদিকে, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলনে গণমাধ্যম যে সাহসী ভূমিকা রেখেছে, তা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তর ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।”
তিনি সকল শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে সাংবাদিক, বুদ্ধিজীবী ও গণমাধ্যম প্রতিনিধিদের এসব কর্মসূচিতে সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

