যশোরের বেনাপোলের নবীনগর এলাকায় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক।
শনিবার (২৮ জুন) দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
জানা গেছে, দুর্ঘটনার সময় হেলমেটটি মোটরসাইকেলে থাকলেও তিনি তা ব্যবহার করেননি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং কাভার্ড ভ্যানটিকে জব্দ করার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

