শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় যশোরের ইসলামী আন্দোলনের ৫ নেতা নিহত

আরো পড়ুন

ঢাকার শ্রীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার পাঁচজন নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) দিনগত রাতে ঢাকা জেলার শ্রীনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, যশোরের নোয়াপাড়া ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন তারা। পথেই তাদের বহনকারী যানবাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয়:

  1. ডা. আব্দুল জলিল – নোয়াপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি
  2. মাওলানা মোস্তফা – ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার দায়িত্বশীল
  3. মুজাহিদ জিল্লুর রহমান – আড়পাড়া গ্রামের বাসিন্দা
  4. মুফতি আব্দুর রহমান
  5. মুফতি আবু বকর

এছাড়া এ দুর্ঘটনায় আরও ১০-১২ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকার আল কারীম জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার, স্বজন ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দলটির পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ