বাগেরহাটের মোল্লাহাটে একটি মাইক্রোবাস থেকে চারটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজার কাছে অবস্থান নেয় ডিবির একটি বিশেষ দল। সন্দেহজনক একটি মাইক্রোবাস আসার পর সেটিতে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রীদের কাছ থেকে ৭.৬২ মিমি চায়না তৈরি চারটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং নয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে শুক্রবার সকালে ডিবি পুলিশের এসআই বিপ্লব কুমার রায় বাদী হয়ে মোল্লাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
গ্রেপ্তারদের সবাই ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা হলেন— ১. কাউসার আলী (৪৩)
২. মো. আতাউর রহমান (৩০)
৩. আবুল হোসেন (৪৩)
৪. ইমদাদুল হক (৩১)
৫. মাসুম পারভেজ (২২)
৬. জনি মিয়া (২৭)
৭. মো. আতাউর রহমান (৩০)
৮. মো. খোকন বিশ্বাস (৪৫)
৯. সেলিম শাহ (৩১)
১০. খোকন মিয়া (৩৫)
১১. প্রসেনজিত দাস (২৮)
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, “গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তারা বড় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে যাচ্ছিল কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি, ঝিনাইদহে তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

