বাগেরহাটে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা,।

আরো পড়ুন

বাগেরহাটের চিতলমারীতে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে পলাতক আসামি রাব্বি খাকিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

রাব্বি উপজেলার হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের আনোয়ার খাকির ছেলে। নিহত লাভলী বেগম (৪৫) চিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের মেয়ে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, ২০ মে রাতে নেশার টাকা ও পারিবারিক বিরোধ নিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিলেন। ৩১ মে সকালে চরচিংগড়ী গ্রামের একটি খালে কচুরিপানার নিচে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা মুনছুর আলী শেখ বাদী হয়ে রাব্বির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

আরো পড়ুন

সর্বশেষ