যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা ও এক নারী নিহত, আহত ২

আরো পড়ুন

যশোর–বেনাপোল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) এবং জুই (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নি

হত মিলন যশোর সদর উপজেলার বাসিন্দা। আর নিহত জুই উপশহরের সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী।

আহতরা হলেন—বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, প্রাইভেট কারে করে চারজন যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন ও জুই। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ