যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের নির্দেশ

আরো পড়ুন

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের উভয় পাশে থাকা শতবর্ষী মরা গাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান সদর, ঝিকরগাছা ও শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

উল্লেখ্য, যশোর-বেনাপোল (এন-৭০৬) জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পরিষদের মালিকানাধীন গাছগুলো অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে এসব গাছের ডাল ভেঙে পথচারী বা যানবাহনের ওপর পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জনস্বার্থে নাভারণ হাইওয়ে থানা, নাগরিক অধিকার আন্দোলন যশোরের আহ্বায়ক মাষ্টার নূর জালাল এবং সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান লিখিতভাবে এসব গাছ অপসারণের দাবি জানান।

জেলা পরিষদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, গাছ কর্তন ও অপসারণের পর তা জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে সংরক্ষণ করতে হবে। দীর্ঘদিন ধরে এ বিষয়ে উদ্যোগ না নেওয়ায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ