পঁচা খাবার ও নোংরা পরিবেশ: যশোরের ‘আড্ডাখানা’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

আরো পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পঁচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে যশোর শহরের জনপ্রিয় খাবার প্রতিষ্ঠান ‘আড্ডাখানা’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) দুপুরে শহরের মুজিব সড়কে সার্কিট হাউসের সামনের এই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

এর আগে বিশুদ্ধ খাদ্য আদালতের এক অভিযানে ‘আড্ডাখানা’য় বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ মেলে।

অভিযান চলাকালে দেখা যায়, রেস্টুরেন্টটির ফ্রিজে রাখা বিভিন্ন খাবার দুর্গন্ধযুক্ত, বাসি ও পচা অবস্থায় রয়েছে। এসব খাবার জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে রেস্টুরেন্টের রান্নাঘর ও পরিবেশন কক্ষের পরিবেশকেও অত্যন্ত নোংরা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন কর্মকর্তারা।

এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় রেস্টুরেন্টের মালিক নেছার চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।” অভিযানে ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে বিশুদ্ধ খাদ্য আদালত নানা ত্রুটি চিহ্নিত করে এবং রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ