যশোরে ট্রাকের ধাক্কায় হাফেজি মাদ্রাসাছাত্র নিহত

আরো পড়ুন

যশোরের চুড়ামনকাটিতে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইসলাম সজল (১১) নামে এক হাফেজি মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৩ জুন) বিকেল ৩টার দিকে ছাতিয়ানতলা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল খুলনার কয়রা উপজেলার ঘোলখালী গ্রামের বাসিন্দা আল-আমিনের ছেলে। সে যশোরের ছাতিয়ানতলা আব্দুল আজিজ হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, লজিং বাড়ি থেকে মাদ্রাসায় ফেরার সময় একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক সজলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল ৫টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সজলের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে ট্রাক শনাক্তে কাজ করছে পুলিশ। কোতোয়ালি থানার এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ