যশোরে জমি বিরোধে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই গুরুতর আহত

আরো পড়ুন

জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে যশোরের মনিরামপুরে বড় ভাইয়ের আঘাতে গুরুতর আহত হয়েছেন লিটন মোড়ল (৪৮) নামের এক ব্যক্তি। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের হানোয়ার বটতলা গ্রামে।

আহত লিটন মোড়লের পিতা কাসেম আলী মোড়ল। হামলাকারী তারই বড় ছেলে নূর ইসলাম (৬০)। স্থানীয়রা জানান, লিটন ও নূর ইসলামের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সেই বিরোধ চরমে পৌঁছালে বড় ভাই নূর ইসলাম লোহার রড দিয়ে লিটনের মাথায় আঘাত করেন। এতে লিটন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের অন্য সদস্য ও এক আত্মীয় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ