লালমনিরহাট সীমান্তে বিএসএফ-এর পুশ-ইন, ৭ ভারতীয় নাগরিক আটক

আরো পড়ুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোমনাবাদ সীমান্ত দিয়ে ৭ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৩ জুন) ভোররাতে উপজেলার বাউরা ইউনিয়নের ৮২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, ভোরে সীমান্তবর্তী এলাকায় হঠাৎ কিছু অচেনা লোকজনকে দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তারা বিষয়টি বাউরা বিজিবি ক্যাম্পকে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

এক প্রত্যক্ষদর্শী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, “আমরা প্রথমে ভেবেছিলাম চোরাকারবারি হবে, কিন্তু পরে জানি ওরা ভারতের নাগরিক এবং বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে।”

বাউরা বিওপির একজন কর্মকর্তা জানিয়েছেন, “ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এদিকে হঠাৎ করে ৭ জন বিদেশি নাগরিককে সীমান্ত পেরিয়ে ঢুকিয়ে দেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কে বা কারা এরা, কেনইবা তাদের বাংলাদেশে পাঠানো হলো—তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিজিবি ও প্রশাসনের কাছ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ