ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়ে ১৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে।
রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানে অবস্থিত ছয়টি বিমানবন্দরে তারা ড্রোন হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।
আইডিএফ’র দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া ১৫টি বিমানের মধ্যে রয়েছে এফ-১৫ এবং এফ-৫ যুদ্ধবিমান, একটি রিফুয়েলিং প্লেন এবং একটি এএইচ-১ কোবরা অ্যাটাক হেলিকপ্টার।
তবে এই হামলা কখন সংঘটিত হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি আইডিএফ। পাশাপাশি, ইরানের পক্ষ থেকে এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা সত্যতা নিশ্চিত করা হয়নি।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই হামলার দাবি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে।