যশোরে মণিরামপুরে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

আরো পড়ুন

যশোরের মণিরামপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ এবং হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—গত ১০ ফেব্রুয়ারি রাতে উপজেলা যুবদল নেতা মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে গৌর কুমার ঘোষ, জহুরুল ইসলামসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেন।

এছাড়াও, তারা বিএনপি কর্মী লিটন হত্যা মামলারও অন্যতম আসামি ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

আরো পড়ুন

সর্বশেষ