চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু

আরো পড়ুন

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া দুইজন হলেন—নোয়াখালীর বাসিন্দা ৮০ বছর বয়সী কাজী আব্দুল আউয়াল এবং চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকার ৯৫ বছর বয়সী রাবেয়া খাতুন। সোমবার (২২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

সিভিল সার্জন জানান, উভয়েই নিউমোনিয়ায় ভুগছিলেন এবং বেডশোরজনিত জটিলতা দেখা দিয়েছিল। তারা নগরের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি ছিলেন এবং রবিবার বিকেলে তাদের মৃত্যু হয়।

এর আগে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে চারজনের মৃত্যু হয়েছিল। নতুন দুই মৃত্যুসহ গত ছয় দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন নগরের এবং ১ জন জেলার বাসিন্দা। ফলে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে—এর মধ্যে ৬৯ জন নগর এলাকায় এবং ৯ জন জেলার বাসিন্দা।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৪ জুন এবং প্রথম মৃত্যু ঘটে ১৬ জুন। ১৬ থেকে ২১ জুন পর্যন্ত সময়ের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

আরো পড়ুন

সর্বশেষ