যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২২ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি স্থানীয় যুবলীগ নেতা দাতাল বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সে সময় তিনি টেন্ডারবাজি, সরকারি প্রকল্পের কাজ ভাগিয়ে নেওয়া এবং চাঁদাবাজিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর ডালিম রাজনৈতিক অবস্থান বদলে বিএনপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি ঈদ উপলক্ষে বিএনপির শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দেন, যা স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে।
সদর উপজেলা বিএনপির নেতারা এক বিজ্ঞপ্তিতে জানান, জাহিদুল ইসলাম ডালিম বিএনপির কেউ নন এবং দলের কোনো অঙ্গসংগঠনের সঙ্গেও তার সম্পৃক্ততা নেই। তারা অভিযোগ করেন, রাজনৈতিক সুযোগ নেওয়ার উদ্দেশ্যেই ডালিম বিএনপির নাম ব্যবহার করছেন।
এদিকে ডালিমকে আটক করার পর তাকে মুক্ত করতে কয়েকটি পক্ষ সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, তাকে নাশকতা মামলায় না ফেলে হালকা অভিযোগে চালান দেওয়ার চেষ্টা চলছে। এমনকি বিএনপির একটি সুবিধাভোগী অংশও তার পক্ষে কাজ করছে বলে গুঞ্জন রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা বলেন, “ডালিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে এবং তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।”
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।