যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দিন ডিগ্রি কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—বাগআঁচড়া সিনেমা হলপাড়ার টুটুল ড্রাইভারের ছেলে আব্দুর রহমান (২৪) ও সাতমাইল এলাকার সাবেদ আলীর ছেলে মাহাবুর রহমান (২৪)।
জানা যায়, ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামের নওশের আলীর মেয়ে জেরিন (১৯) বাগআঁচড়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তিনি গত জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্রনেতা ইমতিয়াজ আহম্মেদ জাবেরির ছোট বোন।
এ ঘটনায় জেরিনের বাবা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি নওশের আলী শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইমদাদ ও এএসআই লিটন অভিযানে নেমে অভিযুক্ত দুই যুবককে আটক করেন।
নওশের আলী জানান, তার মেয়ে প্রতিদিন কলেজে প্রাইভেট পড়তে যায়। শনিবার দুপুরে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে আব্দুর রহমান ও মাহাবুর তাকে উত্যক্ত করে, এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে।
শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।