চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক বেড়ায় স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আরো পড়ুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁঝরি গ্রামে বৈদ্যুতিক বেড়ায় স্পৃষ্ট হয়ে চান মিয়া (৩০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া মাঝেরপাড়া এলাকার সাহেব আলীর ছেলে।

জানা গেছে, স্থানীয় আব্বাস আলী মাছ চাষের জন্য কেরু অ্যান্ড কোম্পানির একটি পুকুর লিজ নিয়ে চারপাশে জিআই তার দিয়ে বেড়া দেন এবং মাছ চুরি ও বন্য প্রাণী ঠেকাতে তাতে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেন।

সকালে কৃষিকাজে যাওয়ার সময় ওই পুকুরপাড় দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত চান মিয়া বৈদ্যুতিক তারে হাত দিলে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, এভাবে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে মাছ রক্ষার নামে মানুষের জীবন হুমকির মুখে ফেলা হচ্ছে। তাঁরা অবিলম্বে এমন প্রাণঘাতী ব্যবস্থার বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই চান মিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ