গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’ — দাবি মডেল মেঘনা আলমের

আরো পড়ুন

সৌদি রাষ্ট্রদূতকে ঘিরে আলোচনায় আসা কথিত মডেল মেঘনা আলম অভিযোগ করে বলেছেন, তাকে গ্রেপ্তার নয়, বরং অপহরণ করা হয়েছিল। তার ভাষায়, “গ্রেপ্তারের একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে, যা আমার ক্ষেত্রে মানা হয়নি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ, মামলা বা ওয়ারেন্ট ছিল না। তবুও আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে কিছু লোক হঠাৎ আমার বাসায় এসে হামলা চালায় এবং জোর করে নিয়ে যায়। এটি আইনি ভাষায় অপহরণ, গ্রেপ্তার নয়।”

রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে জব্দকৃত মোবাইল ফোন, আইপ্যাড ও পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেন মেঘনার আইনজীবী। শুনানি শেষে বিচারক জানান, আদেশ সোমবার দেওয়া হবে। আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন মেঘনা।

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষদের বোঝা উচিত, আমার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদূতের ফরমাল অভিযোগ নেই। যার বিষয়ে এত আলোচনা, তিনি যদি সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হন, তাহলে আদালতে এসে প্রমাণ পেশ করুন। মিথ্যা মামলা দিয়ে কোনো পক্ষেরই লাভ হচ্ছে না—না রাষ্ট্রের, না আমার, না ওই রাষ্ট্রদূতের।”

উল্লেখ্য, চলতি বছরের ৯ এপ্রিল রাজধানীর একটি বাসা থেকে অভিযান চালিয়ে মেঘনা আলমকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। আটকাদেশ বাতিলের পর ১৭ এপ্রিল ধানমন্ডি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৮ এপ্রিল আদালত তার জামিন মঞ্জুর করলে ২৯ এপ্রিল তিনি কারামুক্ত হন।

আরো পড়ুন

সর্বশেষ