ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু,

আরো পড়ুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তৌকির আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান

তৌকির আহমেদ হরিণাকুণ্ডুর নারায়ণকান্দি গ্রামের বাসিন্দা এবং বেল্টু মণ্ডলের ছেলে

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১৯ জুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে হরিণাকুণ্ডুসহ ঝিনাইদহ জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এর ফলে ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে চিকিৎসকরা বলছেন—

  • সময়ে চিকিৎসা নেওয়া,
  • পানির জমে থাকা ঠেকানো,
  • এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিশেষ করে বর্ষা মৌসুমে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ডেঙ্গু প্রতিরোধে অন্যতম কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন

সর্বশেষ