যশোরের সুরবিতান সংগীত একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত কবিতা আবৃত্তি অনুষ্ঠান।
শুক্রবার সন্ধ্যায় একাডেমির রানা স্মৃতি মঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার খ্যাতনামা আবৃত্তি সংগঠন **‘স্বপ্নকথা’**র কর্ণধার শিল্পী স্নাতা।
অনুষ্ঠানে সুরবিতানের শিক্ষার্থীদের পরিবেশনায় একে একে কবিতা আবৃত্তি করেন—
- শাহরিন নিশি
- অনুপমা সরকার
- উর্মি বোস
- রত্না দে
- মৌরানী বসু
- মনীষা গাঙ্গুলী
আবৃত্তিপ্রেমী দর্শকদের অংশগ্রহণে সন্ধ্যা হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগময়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরবিতান সংগীত একাডেমির সভাপতি অ্যাডভোকেট শহীদ আনোয়ার এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস।
শিল্প-সংস্কৃতির চর্চা এবং কবিতার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এ আয়োজন প্রশংসা কুড়িয়েছে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে।

