যশোরে করোনা আক্রান্তে আরও একজনের মৃত্যু

আরো পড়ুন

যশোরে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে আবারও উদ্বেগ বাড়ছে, এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ইউসুফ আলী নামের ৪৫ বছর বয়সী একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, যিনি গত ১৩ জুন শ্বাসকষ্ট ও কিডনি সমস্যা নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তরিত করেন, কিন্তু শেষ পর্যন্ত তার করোনা রিপোর্ট পজিটিভ আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন। একই হাসপাতালে আরেকজন করোনা আক্রান্ত ব্যক্তি, শেখ আমির হোসেন (৬৮), গত বুধবার ভোরে মারা গেছেন।

এছাড়া, বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আরও তিনজন করোনা সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই সব ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে, যা করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা বাড়াচ্ছে।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা সর্বোচ্চ চিকিৎসা দিতে চেষ্টা করেছেন, তবে আক্রান্তের সময়ের আগে করোনা নিশ্চিত করা সম্ভব হয়নি, যা চিকিৎসার ক্ষেত্রেও কিছু বাধা সৃষ্টি করেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ