মণিরামপুর থানার জামতলা এলাকায় নগদের এক ডিস্ট্রিবিউটরের প্রাইভেটকার থামিয়ে ছিনতাই হওয়া ৩৫ লক্ষ টাকার মধ্যে ৩২ লক্ষ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে যশোর জেলা পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
নগদের ডিস্ট্রিবিউটর মোঃ রবিউল ইসলাম ১৭ জুন সকাল ৯:৪৫টার দিকে যশোর থেকে মণিরামপুর যাওয়ার পথে জামতলায় পৌঁছালে, দুইটি মোটরসাইকেলযোগে আসা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে কাঁচ ভাঙচুর ও ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়।
এ ঘটনায় যশোরের পুলিশ সুপার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব নুর-ই-আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, ডিবি’র ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া, মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলসহ যৌথ টিম তৎপরতা শুরু করে।
সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা কৌশল প্রয়োগ করে অভিযান চালিয়ে প্রথমে ঝিকরগাছা থানার খোষালনগর এলাকা থেকে মোঃ সাগর হোসেন (২৪) কে একটি RTR মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একে একে আরও ৬ জন আসামিকে যশোর জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের ঘটনায় নগদের টাকা বহনকারী প্রাইভেটকারের চালক মোঃ ইউসুফ আলী ওরফে সাজু (৩১) এর সঙ্গে অন্যদের পূর্ব পরিকল্পনা ছিল।
পুলিশের তৎপরতায় আসামি ইমদাদুল গাজী (৪৬)-এর হেফাজত থেকে ১৬ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা এবং সুজন ইসলাম (৩৩)-এর বাড়ি থেকে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীসমূহ:
- ছিনতাইকৃত নগদ ৩২ লক্ষ ৫ হাজার ৫০০ টাকা
- একটি RTR মোটরসাইকেল
- টাকা বহনে ব্যবহৃত একটি ব্যাগ
- একটি ধারালো চাপাতি ও একটি ধারালো চাকু
গ্রেফতারকৃত আসামির তালিকা:
১. মোঃ ইউসুফ আলী ওরফে সাজু (৩১), কোতয়ালী, যশোর
২. মোঃ রনি গাজী (২৬), বাকড়া দিগদানা, ঝিকরগাছা
৩. মোঃ সাগর হোসেন (২৪), খোষালনগর, ঝিকরগাছা
৪. মোঃ সুজন ইসলাম (৩৩), বাকড়া দিগদানা, ঝিকরগাছা
৫. মোঃ সোহেল রানা (২১), খোষালনগর, ঝিকরগাছা
৬. মোঃ ইমদাদুল গাজী (৪৬), বাকড়া দিগদানা, ঝিকরগাছা
৭. মোঃ নাসিম গাজী (১৯), বাকড়া দিগদানা, ঝিকরগাছা
গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যশোর জেলা পুলিশ জানিয়েছে, বাকী টাকাও উদ্ধারের চেষ্টা চলছে এবং আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জাগো/ মেহেদী

