যশোরে  নতুন করে করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন। তিনি জানান, রোগীর অক্সিজেন স্যাচুরেশন দ্রুত হ্রাস পাচ্ছে, যার ফলে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

এদিন একই হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকা এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি যশোরের বাঘারপাড়ার আমির হোসেন।

হাসপাতাল সূত্র জানায়, ৪২ বছর বয়সী এক ব্যক্তি কিডনিজনিত জটিলতা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় ইবনে সিনা হাসপাতালে। বুধবার রাতে রিপোর্টে করোনা পজিটিভ আসে।

এছাড়া আইসিইউতে থাকা আরও দুই রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে, তবে তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

করোনা সংক্রমণের এই নতুন ঢেউ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। এ অবস্থায় সংক্রমণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

 

আরো পড়ুন

সর্বশেষ