যশোরে প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

আরো পড়ুন

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শেখ আমির হোসেন (৬০)। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের বাসিন্দা এবং মৃত শেখ মকছেদ আলীর ছেলে। মঙ্গলবার (১৭ জুন) রেপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। পরদিন বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন।

হাসপাতাল সূত্র জানায়, ৫ জুন পেট ব্যথার কারণে শেখ আমির হোসেনকে যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১৫ জুন) তার জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে পাঠানোর পরামর্শ দেন। তবে আইসিইউতে শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডেই থেকে যান।

পরবর্তীতে মঙ্গলবার সকালে একটি শয্যা খালি হলে স্বজনরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। এরপর ডাক্তারদের পরামর্শে তার রেপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

ডা. রবিউল ইসলাম তুহিন আরও জানান, শেখ আমির হোসেন মূলত কিডনিজনিত সমস্যার কারণে সার্জারি বিভাগের রোগী ছিলেন। বর্তমানে আইসিইউতে আরও তিনজন সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ