বেনাপোলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩

আরো পড়ুন

যশোরের বেনাপোলে লেবার ইউনিয়ন নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—ঘিবা উত্তরপাড়ার ইব্রাহিম, ভবেরবেড়ের হযরত আলী ও ঘিবার কুতুব উদ্দিন। তারা সবাই বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তির অনুসারী বলে জানা গেছে।

আহতদের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর বেনাপোল রেলস্টেশন এলাকায় লেবার ইউনিয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা চলছিল। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের অনুসারী রমজান, মাস্টার করিম, কালু, রনি, মনিরুল, মাহলুম ও শাহাজানসহ আরও ২০-২৫ জন সেখানে এসে কথাকাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগে বলা হয়, রমজান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আহতদের শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।”

আরো পড়ুন

সর্বশেষ