যশোরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো পড়ুন

যশোর শহরের শহীদ সড়কের মাইকপট্টি এলাকার সিকদার টাওয়ারের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে দোলা মণ্ডল (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ভেতর থেকে আটকানো দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

দোলা যশোর সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দেবখালি গ্রামে।

পুলিশ জানায়, বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা হিসেবে মনে করা হলেও, বিস্তারিত জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ