যশোরে বেনাপোলে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু।

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির উঠানে গাছে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ এবং বাড়ির পাশের মাঠে স্ত্রীর লাশ পাওয়া যায়। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, নিহত স্বামী মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রী রেহেনা খাতুনের (৪৫) লাশ বাড়ির উত্তরের মাঠে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৩ জুন রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতির সংসারে অভাব-অনটন ও কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, মনিরুজ্জামান প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পরে নিজেই আত্মহত্যা করেন।

তবে নিহত দম্পতির সন্তানেরা এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, তাদের বাবা-মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে মরদেহ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, “ঘটনাটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

আরো পড়ুন

সর্বশেষ