যশোরের মনিরামপুর উপজেলার ইত্যা গ্রামে বিএনপি ও যুবদলের দুই নেতার বাড়ির সামনে রাতের আঁধারে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড়, একটি দা, গোলাপ জল ও হুমকিসংবলিত একটি চিরকুট। শুক্রবার (৬ জুন) ভোরে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভোরে নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে এসব দেখেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান সরদার। তাঁর পাশের বাড়িতে থাকেন ভাতিজা যুবদল নেতা আবু তাহের। চিরকুটে লেখা ছিল, “তোরা চাচা-ভাইপো এলাকায় যা শুরু করেছিস, তোদের সময় শেষ।”
বিএনপি নেতাদের অভিযোগ, এর আগেও ২০২১ সালে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালিয়েছিল। এবার আবার নতুন করে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হলো। বিষয়টি নিয়ে তাঁরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়েছে। যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না