চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩

আরো পড়ুন

চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে সেতুর ওপর থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বছর বয়সী শিশু আয়েশা, সিএনজি চালক তুষারসহ তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগেই সিগন্যাল দেওয়া হলেও সেতুর ওপর যান চলাচল বন্ধ করা হয়নি। রাত ১০টা ১০ মিনিটে দ্রুতগতির পর্যটক এক্সপ্রেস সেতুতে উঠে কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।

জানালিহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন জানান, সেতুর ওপর একটি যানবাহন বিকল হয়ে পড়ায় সেখানে যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় সেতু পরিষ্কার না হওয়ায় ট্রেন চালককে লাল সংকেত দেখানো হয়েছিল, গার্ড হাতেও লাল পতাকা ধারণ করেছিলেন। কিন্তু ট্রেনচালক সব সতর্কতা অগ্রাহ্য করে সেতুতে উঠে যান, যা এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং চারজন রেলকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ