যশোরে রেলস্টেশন থেকে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন

আরো পড়ুন

যশোরের রূপদিয়া রেলস্টেশন থেকে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন এক নারী একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (৩ জুন) দিবাগত রাতে যশোর সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে তিনি সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন এবং হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ভুক্তভোগী নারীর নাম নাজমা (২৬)। তার স্বামীর নাম লুৎফর বলে জানা গেলেও, তার সঠিক ঠিকানা কিংবা পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তিনি যশোর জেলার বাসিন্দা। মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি নিজের বিস্তারিত পরিচয় জানাতে পারছেন না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে, স্থানীয়রা রূপদিয়া রেলস্টেশনে ওই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে যশোর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে আনার কিছু সময় পরেই প্রসব বেদনা শুরু হয় এবং তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। তবে ওই নারীর কোনো আত্মীয়স্বজন বা পরিবারের খোঁজ এখনও মেলেনি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

অসহায় এই নারী ও তার নবজাতকের পাশে দাঁড়াতে এবং তার পরিবারকে খুঁজে বের করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতা কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ