যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীকে আটকে রেখে দোকান ভাঙচুর ও লুটপাট

আরো পড়ুন

যশোর শহরের বকচর এলাকায় এক ব্যবসায়ীকে আটকে রেখে অন্তত ১০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ব্যবসায়ী ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার মিজানুর রহমান এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন—চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার পাভেল শহীদ সরোয়ার, বকচরের রেজাউল, সাগর, নাহিদ, রেজা, আবুল ও শামীম। মিজানুর রহমান দাবি করেছেন, এই হামলায় তার প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

লিখিত অভিযোগে তিনি জানান, যশোর-খুলনা মহাসড়কের বকচর মাদ্রাসার পাশে ৮৮ নম্বর মৌজায় তার ৬১ শতক জমি রয়েছে, যেখানে তিনি দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। ওই জমি নিয়ে পাভেল শহীদ সরোয়ারের সঙ্গে তার বিরোধ চলে আসছে এবং বিষয়টি আদালতেও বিচারাধীন।

মিজানুর রহমানের ভাষ্যমতে, সোমবার সকালে পাভেল তার সঙ্গীয় ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাকে একটি দোকানে আটকে রাখে এবং অন্যান্য দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে তিনি কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

তিনি আরও অভিযোগ করেন, পাভেল শহীদ সরোয়ার ঢাকার বাসিন্দা এবং নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম উসমানের আত্মীয় পরিচয় দিয়ে তার জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের সময় পাভেল আত্মগোপনে থাকলেও, বর্তমান সময়ে তিনি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাদের সহায়তায় পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ