বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজাইন করা ২০০ টাকার নোটে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা একটি গ্রাফিতি। খুলনার এক দেয়ালে আঁকা এই গ্রাফিতি মূলত জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল।
রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের বিভিন্ন মূল্যমানের নোটের ছবি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
এই প্রসঙ্গে গ্রাফিতি আঁকায় অংশ নেওয়া যবিপ্রবির শিক্ষার্থী ইমন হাওলাদার জানান, ‘‘দুই ছোট ভাইয়ের অনুরোধে আমি লিগামেন্ট ইনজুরি থাকা সত্ত্বেও এই কাজে অংশ নিই। যদিও আমরা কল্পনাও করিনি যে এই কাজ জাতীয় পর্যায়ে পৌঁছাবে। আমরা খুব আনন্দিত, রোদ-বৃষ্টি উপেক্ষা করেই দুদিন ধরে এটি তৈরি করেছি।’’
ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, ‘‘২৬ মে সোশ্যাল মিডিয়ায় নোটটির একটি ছবি ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই মনে হচ্ছিল আমাদের আঁকা গ্রাফিতিই হয়ত এতে স্থান পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবুও আমরা আনন্দিত হয়েছিলাম। আজ নিশ্চিতভাবে জানলাম, এটি আমাদের আঁকা গ্রাফিতিই—যার মাঝে যবিপ্রবির লোগোও ছিল। এটি আমাদের জন্য দারুণ গর্বের।’’
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম জানান, খুলনায় যবিপ্রবি অ্যাসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতা থেকে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, গাছ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেয়। তিনি বলেন, ‘‘আমাদের আঁকা গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, সেই গ্রাফিতিই এখন নতুন ২০০ টাকার নোটে স্থান পেয়েছে। এটি আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।

