স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শিহাবকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে নিহত শিহাবের মামা বলেন, “বাড়িতে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই কলহ হতো। কিন্তু এমন ভয়াবহ পরিণতি হবে, তা কেউ ভাবেনি।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জাগো/মেহেদী

