বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শনিবার (৩১ মে) সন্ধ্যায় এক যুবকের হামলা ও ভাংচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রামদা হাতে এফডিসিতে ঢুকে ‘শাকিব খানের কাছে টাকা পাওনা’ দাবি করে চিৎকার করেন যুবকটি। পরে তাকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
আটককৃত যুবকের নাম মানিক মিয়া। থানা সূত্র জানায়, রাতেই তাকে আটক করা হয় এবং পরদিন রোববার (১ জুন) আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মানিক মানসিকভাবে ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তার কথাবার্তা অসংলগ্ন ও বিভ্রান্তিকর ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাতা গাজী মাহবুব গণমাধ্যমকে জানান, ঘটনার সময় তিনি নিজে এফডিসিতে উপস্থিত ছিলেন। হঠাৎ এক যুবককে চাপাতি (রামদা) হাতে চিৎকার করতে ও ভাংচুর করতে দেখেন। যুবকটি বারবার শাকিব খানের নাম ধরে ডাকছিল এবং দাবি করছিল যে, জামালপুরে ‘গলুই’ সিনেমার শুটিং চলাকালে সে কাজ করেছিল এবং এখনো তার টাকা বকেয়া রয়েছে।
তবে ঠিক কী কাজ করেছেন এবং কত টাকা পাওনা রয়েছে—সেসব বিষয়ে যুবকটি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তিনি আরও দাবি করেন, শাকিব খানসহ একজন কালো চ complexion-এর ব্যক্তিকে খুঁজছেন, তবে তার নামও বলতে পারেননি।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা শান্তভাবে যুবককে আটকে রেখে গোপনে পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে মানিককে আটক করে থানায় নিয়ে যায়।
এফডিসি কর্তৃপক্ষ হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা করেছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

