পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। ঈদগাহ মাঠ, চামড়ার হাট, ব্যাংক, বাজার, যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে শহর থেকে গ্রাম পর্যন্ত মোতায়েন থাকবে মোবাইল টিম, পিকেট, ফুট প্যাট্রোল এবং বাইক টিম।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ ঈদগাহে থাকবে একাধিক পুলিশ দল। শহরের প্রধান প্রধান পয়েন্টে স্থাপন করা হয়েছে চেকপোস্ট। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার রওনক জাহান জানান, জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ব্যাংকে বাধ্যতামূলকভাবে টাকা গণনার জন্য মেশিন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদের সময় চামড়া কেনাবেচার কেন্দ্র রাজারহাট হাটে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। কোরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়।
এ ছাড়া, ঈদের ছুটিতে বাসাবাড়িতে চুরি ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জরুরি সেবার জন্য ৯৯৯ নম্বরের টিমকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়।

