রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে আজ ভোরে ককটেল সাদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে।
তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরিত বস্তুর মধ্যে প্রচলিত ককটেলের বিস্ফোরক উপাদান ছিল না। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এটি দেখতে ককটেলের মতো হলেও এতে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা খালিদ মনসুর বলেন, “আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সবার মধ্যে সমন্বয় রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।”
এদিকে, আজকের দিনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের কথা রয়েছে ট্রাইব্যুনালে। এই প্রেক্ষাপটে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

