কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে সরকার নির্ধারিত হাসিলের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ মে) দুপুরে কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল অভিযান চালিয়ে তাকে হাট এলাকা থেকে আটক করে।
ফরিদুল হক শাহীন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি ওই হাটের ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, সেনাবাহিনীর টহলদল হাট পরিদর্শনের সময় স্থানীয়রা অভিযোগ করেন, সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে। টহলদলের কমান্ডার现场েই রসিদ যাচাই করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। এরপরই অভিযুক্ত ফরিদুল হক শাহীনকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, এ ঘটনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ফরিদুল হকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

