উত্তর-পূর্ব ভারতে বন্যা ও ভূমিধসে ৩০ জনের মৃত্যু, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা

আরো পড়ুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং উত্তর সিকিম। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত ও ধস অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভি।

শনিবার অরুণাচল প্রদেশের জিরো এলাকায় হঠাৎ ভূমিধসে একটি চলন্ত গাড়ি খাদে পড়ে যায়, এতে একই পরিবারের সাত সদস্যসহ মোট ৯ জন নিহত হন। এছাড়া ক্যাবেজ গার্ডেন ও পাইন গ্রোভ এলাকায় ধসে আরও দু’জনের মৃত্যু হয়।

আসামে বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৬০ হাজার মানুষ। রাজ্যের ১২টি জেলায় পানি ও কাদামাটির ঢলে অনেক এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আসাম সরকার ‘কমলা সতর্কতা’ জারি করেছে, অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলোতে রয়েছে ‘হলুদ সতর্কতা’।

শনিবার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ভূমিধস ও দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। বহু পর্যটক বিভিন্ন স্থানে আটকে পড়েছেন এবং গুরুত্বপূর্ণ সড়কপথ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার গুয়াহাটিতে ১১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে—যা গত ৬৭ বছরের রেকর্ড ভেঙেছে। একই রাতে উত্তর সিকিমেও ভারী বৃষ্টিপাত হয়। নিরাপত্তার স্বার্থে সেখানে পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

আরো পড়ুন

সর্বশেষ