যশোরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও শপথ কর্মসূচি অনুষ্ঠিত

আরো পড়ুন

 

যশোরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, লাল কার্ড প্রদর্শন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তামাক হচ্ছে মাদকের মূল ভিত্তি। এর বিস্তার রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তামাক কোম্পানির প্রলোভন ও ষড়যন্ত্র থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে তামাককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের তামাক বর্জনের শপথ বাক্য পাঠ করান। তামাকবিরোধী প্রেজেন্টেশন উপস্থাপন করেন এনডিসি মাহিন দায়ান আমীন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।

 

আরো পড়ুন

সর্বশেষ