জুলাই-আগস্টে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল রোববার (১ জুন) আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আজ শনিবার (৩১ মে) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় তিনি জানান, অভিযোগ দাখিলের পর দিনের শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারের সম্ভাবনা রয়েছে, যা ট্রাইব্যুনালের অনুমতির ওপর নির্ভর করছে।
এর আগে, আজ জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, শুধুমাত্র শেখ হাসিনাই নন—এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে।
তিনি আরও বলেন, “ডিসেম্বরের মধ্যেই এই মামলার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হবে। এ বিচার হবে এমনভাবে, যাতে কারও পক্ষপাতিত্ব বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকে।”
উল্লেখ্য, গত ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন হয়। সেই সময় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারবিরোধী আন্দোলন দমনে ১,৪০০-র বেশি মানুষের হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগে প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে হত্যার নির্দেশ, প্ররোচনা ও সহিংসতা উসকে দেওয়ার দায়।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই বিচার কার্যক্রম পরিচালিত হবে।সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে, এ ধরণের সংবেদনশীল খবর প্রচারে সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখা গণমাধ্যমের জন্য জরুরি।

