বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম আর নেইj

আরো পড়ুন

বিএনপির রাজনীতির এক পরিচিত মুখ, কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এবং দলটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ। তিনি জানান, মরহুম আনোয়ারুল আজিম স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার দিনভর কয়েক ধাপে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

  • সকাল ১০:৩০টা: ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ
  • দুপুর ১২টা: বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় চত্বর
  • বাদ আসর: লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠ
  • বাদ মাগরিব: মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠ
  • বাদ এশা: নিজ গ্রাম শরীফপুরে শেষ জানাজা

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, প্রভাবশালী নেতৃত্বদাতা ও দলপ্রেমিক কর্মী।

তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁর অবদান স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। সর্বস্তরের মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন

আরো পড়ুন

সর্বশেষ