যশোরের গোগা সীমান্তে অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি ৯ এমএম পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট সীমান্তে এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও একই গ্রামের রবিউল সর্দারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।

খুলনার ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে পাঁচভুলোট বিওপি’র আওতাধীন একটি বেসামরিক বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। তথ্য অনুযায়ী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়।

প্রথমে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙিনার মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল (মেইড ইন ইউএসএ) ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তী ধাপে, আব্দুল মজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের ইচ্ছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকেও আটক করা হয়। তার গোয়ালঘরের পাশ থেকে আরেকটি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা দুইটি পিস্তলের মূল্য প্রায় ২ লাখ টাকা, দুটি ম্যাগাজিনের মূল্য প্রায় ১০ হাজার এবং মোবাইল ফোন দুটি মিলিয়ে জব্দ সামগ্রীর মোট মূল্য ধরা হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র এবং চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ