যশোরে স্বচ্ছ প্রক্রিয়ায় ৩৮ জন টিআরসি পদে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত

আরো পড়ুন

যশোর জেলা থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে ৩৮ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে যশোর জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয় এবং তাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়।

রাত ১০টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার রওনক জাহান। এ সময় উত্তীর্ণদের তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মাত্র ১২০ টাকার সরকারি ফি দিয়ে পুলিশের চাকরি পাওয়ায় ও পুলিশ সুপারের কাছ থেকে ফুল পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে নাম ঘোষণার পর যারা উত্তীর্ণ হতে পারেননি, তাদের চোখে দেখা যায় হতাশার ছায়া।

চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার রওনক জাহান বলেন, “আজ যারা উত্তীর্ণ হয়েছে, তারা একমাত্র নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সফল হয়েছে। আমরা চাই, বাংলাদেশ পুলিশে সৎ, যোগ্য ও দেশসেবায় অনুপ্রাণিত সদস্যরা যুক্ত হোক। আজকের ফলাফল তারই প্রমাণ।”

তিনি উত্তীর্ণদের সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান এবং যারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের উদ্দেশে বলেন, “হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়। সামনে আরও ভালো করার জন্য প্রস্তুতি নিতে হবে।”

নিয়োগপ্রাপ্তদের দাবি, প্রতিটি ধাপে কঠোর যাচাই ও নিরপেক্ষতা বজায় ছিল, যার ফলে যোগ্যরাই চাকরি পেয়েছেন। এ জন্য তারা যশোর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চূড়ান্ত ফলাফল ঘোষণার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরো পড়ুন

সর্বশেষ