যশোরে নজরুল হিজড়ার ওপর হামলা, আট ভরি সোনার গহনা লুট

আরো পড়ুন

যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামে নজরুল হিজড়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করা হয় এবং এ সময় তার কাছ থেকে আট ভরি সোনার গহনা লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

আহত নজরুল বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে গ্রামেরই ঈশান, ইয়াসিন, সোফিয়া, নাজমা ও খালেদা পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দা দিয়ে তার মাথায় আঘাত করে এবং তার কাছে থাকা সোনার গহনাগুলো ছিনিয়ে নেয়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নজরুল জানিয়েছেন, এ ঘটনার পর তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

আরো পড়ুন

সর্বশেষ