রেক্সোনা হত্যাকাণ্ড: পিবিআইয়ের হাতে গ্রেপ্তার স্বামী সিজার

আরো পড়ুন

যশোরের চৌগাছায় ঘটে যাওয়া রেক্সোনা হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী রাকিব হোসেন ওরফে সিজারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলার দক্ষিণ মেদিনী মণ্ডল গ্রামে অভিযান চালিয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

সিজার চৌগাছার নারায়নপুর গ্রামের মৃত আব্দার আলীর ছেলে। জানা গেছে, চলতি বছরের ১০ মার্চ সকালে দ্বিতীয় স্ত্রী রেক্সোনাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে তিনি পালিয়ে যান। এরপর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করে পিবিআই।

পিবিআইয়ের এসআই রতন মিয়া জানান, প্রায় ৪-৫ বছর আগে সিজারের সঙ্গে রেক্সোনার বিয়ে হয়। ঢাকায় প্রথম স্ত্রীকে রেখে রেক্সোনাকে নিয়ে নিজ গ্রামে বসবাস করতেন তিনি। পারিবারিক কলহ লেগেই থাকত তাদের মধ্যে। ঘটনার দিনও তীব্র ঝগড়ার এক পর্যায়ে রেক্সোনা সিজারের অণ্ডকোষ চেপে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে সিজার বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করেন, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে রেক্সোনার মৃত্যু হয়।

হত্যার পর সিজার তার বাইসাইকেল বিক্রি করে ঢাকায় চলে যান প্রথম স্ত্রীর কাছে। সেখান থেকে পালিয়ে চট্টগ্রাম, সিরাজগঞ্জ এবং অবশেষে মুন্সীগঞ্জে বিভিন্ন নামে (বিশেষ করে ‘জীবন’) পরিচয় গোপন করে ঘুরে বেড়ান। তিনি কখনো ইটভাটায় শ্রমিক, আবার কখনো রডমিস্ত্রির কাজ করতেন।

রেক্সোনার বাবা ছানোয়ার মণ্ডল, যিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ধানহাড়িয়া গ্রামের বাসিন্দা, চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পিবিআই যশোর। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত সিজারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ