মণিরামপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, উত্তেজনা চরমে

আরো পড়ুন

স্থান: রোহিতা গ্রাম, মণিরামপুর উপজেলা, যশোর

তারিখ ও সময়: বুধবার, ২৮ মে ২০২৫ | রাত সাড়ে ৭টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী
আহত: ২ জন
পুলিশ মোতায়েন: হ্যাঁ

ঘটনার বিবরণ:
বুধবার রাতে যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামে বিএনপির দুই গ্রুপ—মিজান গ্রুপ ও সিদ্দিক গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সূচনা হয় একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, যা সিদ্দিক গ্রুপের সদস্য হাবিব মিজান গ্রুপ সম্পর্কে দেন। এর প্রতিক্রিয়ায় হাবিবের অনুপস্থিতিতে মিজান গ্রুপ তার বাবা শামসুল হুদাকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ হয়।

আহত ব্যক্তিরা:

  • শামসুল হুদা – হাবিবের বাবা
  • সোহরাব – মিজান গ্রুপের সমর্থক (মাথায় ইটের আঘাত; যশোর জেনারেল হাসপাতালে ভর্তি)

ক্ষয়ক্ষতি:

  • মাহাবুর নামে এক মিজানপন্থীর দোকান ভাঙচুর

প্রশাসনের অবস্থান:
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্তাধীন।

রাজনৈতিক প্রেক্ষাপট:

  • মিজানুর রহমান মিজান: সাবেক চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি; উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবালের অনুসারী
  • আবু বক্কর সিদ্দিক: বর্তমান ইউনিয়ন বিএনপি সভাপতি; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর অনুসারী
    এই দুই নেতার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বই সংঘর্ষের মূল পটভূমি তৈরি করেছে।

আরো পড়ুন

সর্বশেষ