একই রাতে ঝিকরগাছায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি, ক্ষতি প্রায় ৫৭ হাজার টাকা

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামে একই রাতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ২৭ মে ভোর রাতে চোরেরা ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুল এবং শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজে ঢুকে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে।

ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুলের নিচতলার চারটি কক্ষের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। তারা অফিস কক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও স্টাফ রুমের আলমারির তালা ভেঙে আনুমানিক ২০ হাজার টাকা ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। ২৭ মে সকাল ৯টা ৩০ মিনিটে দপ্তরি শরীফ হোসেন অফিস কক্ষ খুলে তছনছ অবস্থায় কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে বিষয়টি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদকে জানান। তিনি অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ জানান।

একই রাতে শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের নিচতলার অফিস কক্ষেও চুরির ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে চোরেরা জানালার গ্রিল কেটে ঢুকে পড়ে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, চোরেরা প্রধান অফিস সহকারীর টেবিলের ড্রয়ার ও পাঁচটি আলমারির তালা ভেঙে মোট ৪,৩২৬ টাকা নিয়ে যায়। কলেজ কর্তৃপক্ষের মতে, প্রায় ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় প্রধান সহকারী শহিদুল ইসলামের ফোন পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন এবং তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করেন।

দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট প্রায় ৫৭ হাজার টাকার সম্পদ চুরি ও ক্ষতির ঘটনা ঘটেছে। বর্তমানে ঝিকরগাছা থানার এসআই মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানিয়েছেন, চুরির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ