যশোরে অনলাইন লোন দেওয়ার নামে প্রতারণার ঘটনায় হৃদয় হাওলাদার (২৭) নামে আরও এক যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৭ মে) শহরের ধর্মতলা যাত্রী ছাউনির এলাকা থেকে তাকে আটক করা হয়। হৃদয় যশোর শহরের খড়কি এলাকার জালাল হাওলাদারের ছেলে।
পিবিআই সূত্রে জানা গেছে, হৃদয়ের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি এ-টেন মডেলের মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাইবার অপরাধ ও প্রতারণা সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, হৃদয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা ফেসবুক ও ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ‘সহজে লোন’ বা ‘বিকাশে লোন’ পাওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত এবং অর্থ হাতিয়ে নিত।
এর আগে, ২৫ মে রাতে পিবিআই যশোরের একটি দল একই চক্রের আরও দুই সদস্যকে আটক করে। তারা হলেন, শহরের মিশনপাড়ার সৈয়দ আলী আজমের ছেলে সৈয়দ আলী আফতার রিজভী এবং খড়কি এলাকার সাইফুল। তাদের কাছ থেকেও প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পিবিআই জানায়, প্রতারক চক্রটি ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি ও সহজে লোন পাওয়ার অফার দিয়ে আর্থিক সংকটে থাকা মানুষকে টার্গেট করত। তারা ভুয়া ফেসবুক আইডি ও ওয়েবসাইট ব্যবহার করে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করত এবং পরে যোগাযোগ বন্ধ করে আত্মগোপন করত।
রিজভীকে আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে সাইফুল এবং পরবর্তীতে হৃদয় হাওলাদারকে আটক করা হয় বলে জানিয়েছে পিবিআই।
জাগো /মেহেদী

